শাহিনবাগে নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা অবস্থান মঞ্চের কাছে শূন্যে গুলি চালায় এক যুবক৷ ঠিক দুদিন আগে জামিয়া মিলিয়া কান্ডের পর শুক্রবার ফের গুলি চলল শাহিনবাগে। সঙ্গে স্লোগান হিন্দুস্তানে শুধু হিন্দুরাজই চলবে। ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম কপিল গুর্জর৷ এর আগে বুধবার বন্দুক উঁচিয়ে শাহিনবাগের আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা যায়, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ শাহিনবাগের ব্যারিকেড দিয়ে ঘেরা জায়গায় পৌঁছে শূন্যে দুবার গুলি চালায় ধৃত যুবক৷ শাহিনবাগের ওই জায়গায় গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন বয়সের মুসলিম মহিলারা নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছেন।