
বুকে ব্যথা এবং বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট অভিনেতা আন্নু কাপুর | বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে | হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা । হাসপাতালে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে অভিনেতার শারীরিক অবস্থা এখন আগের থেকে স্থিতিশীল |
প্রসঙ্গত ৯০ এর দশকে বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে | পাশাপাশি বেশ কিছু বার বলিউডে ডেবিউ করতে দেখা গিয়েছে আন্নু কাপুর কে | মিস্টার ইন্ডিয়া, তেজাব, রাম লক্ষণ, ঘায়েল প্রভৃতি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে আন্নু কাপুরকে |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির