শারীরিক অবস্থার অবনতি ঘটে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে। সূএের খবর, রবিবার সন্ধেবেলা জ্বর, শ্বাসকষ্ট, পেটব্যথা নিয়ে তিনি ভর্তি হয়েছেন দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে গিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। সূএের খবর, রবিবার বিকেল থেকে অসুস্থ বোধ করতে থাকেন কংগ্রেস সভানেত্রী। জ্বর ছিল তাঁর। সেইসঙ্গে পেটে যন্ত্রণা এবং শ্বাসকষ্ট শুরু হয়। সন্ধে ৭টা নাগাদ রাহুল এবং প্রিয়াঙ্কা হাসপাতালে ভর্তি করেন তাকে। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশের সময় সংসদে গরহাজির ছিলেন তিনি। কংগ্রেস সভানেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ায় কংগ্রেস কর্মী, সমর্থকদের চিন্তা বাড়িয়েছে। দ্রুত সুস্থ হয়ে নেত্রী বাড়ি ফিরুন, এই প্রার্থনাই জানাচ্ছে তারা।