June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শহর সংলগ্ন নদী থেকে উদ্ধার নিখোঁজ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ

শহর সংলগ্ন ধরধরা নদী থেকে উদ্ধার হোলো নিখোঁজ অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ওয়াকারগঞ্জ এলাকায়। পরিবারের দাবী এটি একটি আত্মহত্যার ঘটনা।

জানা গেছে কিরনচন্দ্র দাস নামে বছর ৭৮ এর এই প্রৌঢ় একাই থাকতেন। তাকে দেখভাল করতো তার মেয়ে। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এই মর্মে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।