খাস কলকাতার বুকে ফের গণধর্ষণের ঘটনা। মদ্যপান করিয়ে যৌন নিগ্রহ সপ্তম শ্রেণীর ছাত্রীকে। ঘটনা মোমিনপুরে। কয়েক ঘণ্টার মধ্যে পর্ণশ্রী থানার পুলিশ গ্রেফতার করেছে চার অভিযুক্তকে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে বলে বাড়ি থেকে বার হয় ওই নাবালিকা। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে চারিদিকে খোঁজা-খুঁজির পর পর্ণশ্রী থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন নির্যাতিতার বাবা। শুক্রবার সকাল ১১টা নাগাদ ওই কিশোরী নিজে পর্ণশ্রী থানায় গিয়ে অভিযোগ দায়ের করে জানায়, বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর আরও দুই যুবকের সাথে পরিচয় হয়। তাঁরা ওই নাবালিকাকে বিয়ে বাড়ি নিয়ে যাবার নাম করে ভূকৈলাশ রোডের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে জোর করে মদ্যপান করায় ওই চারজন অভিযুক্ত যুবক। কিশোরীর অভিযোগ, ওই অবস্থায় ৪ যুবকই তাকে গণধর্ষণ করে। কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করার পর কিছুক্ষণের মধ্যেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম অমরজিৎ চৌপাল ও মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও হৃত্বিক রাম। ঘটনাটি বিরুদ্ধে পর্ণশ্রী থানা, দক্ষিণ বন্দর থানা ও একবালপুর থানার আধিকারিকরা একজোট হয়ে তদন্ত শুরু করেছে বলে খবর।