শহরে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। শনিবার সন্দেহভাজন ওই বাংলাদেশি নাগরিককে এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, দুই থেকে তিনদিন আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই বাংলাদেশি নাগরিকের নাম বেবি বিশ্বাস। বাবার নাম মৃত আলমগির খান। বয়স ২০ বছর। বাংলাদেশের বরিশাল জেলায় বাড়ি ওই যুবতীর। শনিবার এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যবিহীনভাবে তাঁকে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশে। আটক করে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারেন তিনি বাংলাদেশের নাগরিক। পুলিশ তাঁর কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি অভিযুক্ত। এরপরই গ্রেপ্তার করা হয় বেবি বিশ্বাসকে। অভিযুক্তের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে।

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী