শরৎ বোস রোডের জয় হিন্দ ধাবায় শ্লীলতাহানির শিকার হলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে নারীদিবসের ঠিক আগের দিন অর্থাৎ গত শনিবার। সূত্রের খবর, তাঁদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তাঁদেরই দুই পুরুষ বন্ধু। যদিও সোশ্যাল সাইটে এক মডেল সম্প্রতি ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, গত শনিবার চার বন্ধু শরৎ বোস রোডের জয় হিন্দ ধাবায় যান। এই চারজনের মধ্যে ছিলেন দু’জন মহিলা ও দু’জন পুরুষ। সেখানে তাঁরা যখন খাবার খাচ্ছিলেন তখন কিছু দূরে অন্য একটি টেবিলে বসে কয়েকজন যুবকও খাবার খাচ্ছিল।
অভিযোগ, ওই যুবকদের মধ্যে একজন দুই মহিলার মধ্যে একজনের দিকে অশালীন ইঙ্গিত করে। এমনকী ওই মহিলার বুকে হাত দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। সঙ্গে সঙ্গে ধাবার মালিককে ঘটনার কথা জানান চার বন্ধু। গোটা ঘটনাটি রেকর্ড করেন অন্য মহিলা। এরপর রাতে খাওয়া সেরে যখন চার বন্ধু বাড়ি ফেরার জন্য উঠে পড়েন, তখন সেখানে উপস্থিত হয় আরও প্রায় ১৫ জন । সোশ্যাল সাইটে যিনি ঘটনার কথা পোস্ট করেছেন, তাঁর অনুমান, ধাবার মালিকই ওই গুন্ডাদের ডেকেছিলেন। কিছুক্ষণ কথা কাটাকাটির পর গুন্ডারা চার বন্ধুর উপর চড়াও হয় বলে অভিযোগ। এলোপাতাড়ি মারতে থাকে তাঁদের।
দুই মহিলা হাত মাথার উপর তুলে কোনওক্রমে রক্ষা পেলেও তাঁদের দুই পুরুষ বন্ধু অক্ষত থাকতে পারেননি। একজনের তো মার খেয়ে দুই চোখ রীতিমতো ফুলে যায়। নাক দিয়ে রক্ত গড়াতে থাকে। ওই অবস্থায় নিজেদের বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযোগকারীদের তরফে কোন পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি।
