আগামি রবিবার থেকে ফের নামবে পারদ, আজ কলকাতা-তে বৃষ্টির সম্ভবনা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বারবার ফিরে আসছে বৃষ্টি। রবিবার থেকে রাজ্যে ফের ফিরবে শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত সেই শীতের আমেজ থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩।