লোডশেডিং এর মাঝেই অন্ধকার স্টেজে গান গাইলেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী | দর্শক আসন থেকে জ্বলে উঠল একের পর এক মোবাইল ফোন | দর্শকদের এমন প্রতিক্রিয়া মুগ্ধ ইমন | হলদিয়াতে অনুষ্ঠান করতে গিয়ে দর্শকদের কুর্নিশ জানালেন সংগীতশিল্পী |
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিশদ জানিয়ে ইমান লিখলেন, “হলদিয়া কলেজের প্রোগ্রামে আমার পাখিদের স্মৃতি গানের মাঝে হঠাৎ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় | আর তার সাথে অফ হয়ে যায় কারেন্ট | গোটা অডিটোরিয়াম যখন অন্ধকারে আচ্ছন্ন সেই সময় দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জেলে তার শিল্পীকে আলো দেয় | এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছুই হতে পারে না একজন শিল্পীর কাছে” |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী