April 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লোকালয়ে ঢুকে পড়ল চারটি বাইসন, ঘটনায় ব্যাপক আতঙ্ক ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রামে

সাত সকালে লোকালয়ে ঢুকে পড়ল চারটি বাইসন।ঘটনায় ব্যাপক আতঙ্ক ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি,চরচরাবাড়ি এলাকায়।জানা যায় এদিন সকাল ৭ টা নাগাদ চারটি বাইসন বগরিবাড়ি এলাকায় ঢুকে পড়ে।প্রায় আধঘন্টা এলাকায় ছোটাছুটির পর দুইটি বাইসন জঙ্গলের দিকে চলে গেলেও বাকি দুইটি বাইসন চরচরাবাড়ি এলাকায় ঢুকে পড়ে।সেখানে চাষের জমির উপর দিয়ে ছোটাছুটি শুরু করে।পার্শবতী একটি বাড়িতে ঢুকে একটি বাইক ভেঙে দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।মূহুর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নাথুয়া রেঞ্জ ও বিন্নাগুড়ি
ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা।প্রথমে মানুষের ভিড়ে বাইসনকে নিজেদের আয়ত্তে আনতে বেগ পেতে হয় বনকর্মীদের।সকালে ৯ টা নাগাদ একটি বাইসনকে দুই রাউন্ড ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়।অপর বাইসনটি এলাকায় ঘোরাঘুরি করছে বলে জানা যায়।তার উপর নজর রাখা হচ্ছে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।বাইসন গুলো রামশাই জঙ্গল থেকেই লোকালয়ে চলে এসেছে বলে জানা যায়।