আজ সন্ধ্যেবেলা হঠাৎই লালবাজারের অদূরে টেরিটি বাজারে আগুন লেগে যায় | আগুন দ্রুত এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে | ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন | যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয় ।
জানা গেছে, এদিন সন্ধ্যেবেলায় তিন তলা ঐ বাড়ির ছাদে আগুন দেখা যায় | ছাদের পরিত্যক্ত কিছু জিনিস ছিল | তার থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে | পরে ক্রমে ক্রমে ধোঁয়ায় ভরে যায় এলাকা |
সূত্রের খবর, সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু | পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী