
লালন শেখের মৃত্যুর ঘটনার সিবিআইকে আরো দুদিন সময় দিল কলকাতা হাইকোর্ট | প্রয়োজনে দুই সংস্থা রিপোর্ট দিতে পারে, এমনটাই জানিয়ে দিল আদালত ।
জানা গিয়েছে, লালনের মৃত্যু মামলার বিচার বিভাগীয় সমস্ত তদন্ত একজন বিচারপতি নজরে থাকবে । সেই মামলাতেই দুদিন সময় দিয়েছে আদালত | মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, “লালন শেখ মামলার মূল অভিযুক্ত | অভিযোগ তাকে খুন করা হয়েছে | কিন্তু NHRC নিয়ম মানে হচ্ছে না | কোথায় সিসিটিভি ফুটেজ ? সে কারণেই জুডিশিয়াল তদন্ত প্রয়োজন | এমন কি যারা ঘটনার সঙ্গে যুক্ত নন, তেমন অফিসারদের নাম এফআইআর যুক্ত করা হয়েছে” |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন