আন্দোলনের জেরে অসুস্থ হয়ে পড়ল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত এক পড়ুয়া। তাঁর নাম আকাশ ইকবাল হাসান। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়া। তাকে তৎক্ষনাৎ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বসিরহাটের বাদুড়িয়ার বাসিন্দা আকাশ বায়োলজির থার্ড ইয়ারের ছাত্র। বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সঙ্গে ওই ছাত্রও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। সেই বিক্ষোভ চলাকালিন ওই পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।