লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত করার সময় লরির ধাক্কায় রেলগেট ভাঙার জেরে ওভারহেড তার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, সোমবার ১২টা ১৫ নাগাদ একটি লরি রেলগেট পেরিয়ে যাচ্ছিল। সেই সময় রেলগেটের নিচে আটকে যায় লরিটি। ফলে তার ধাক্কায় ভেঙে যায় রেলগেটও। যার জেরে স্বাভাবিকভাবেই ওভারহেড তার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তার ফলে লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। তবে আবার কখন ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়তে হয় যাত্রীদের।