বিশ্ব স্টেট চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেলেও এখনও লন্ডনে তারকা দম্পতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি | সম্প্রতি তাদের এক কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় | সেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের শর্ট পড়ে রয়েছে কোহলি | চোখে চশমা রয়েছে |
অন্যদিকে সাদা রংয়ের শার্ট পড়ে আছে অনুষ্কা । তবে তাদের সঙ্গে নেই তাদের কন্যা ভামিকা | অনেকে মজা করে সেখানে লিখেছেন লন্ডনে লাঞ্চ ডেটে গিয়েছেন তারকা দম্পতি | তবে লাঞ্চের মেনু নিয়ে কৌতুহল প্রকাশ করেছে অনুরাগীরা । একটি ছবিতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর মেনু কার্ড বিরাটের সঙ্গে মিষ্টি একটি ছবি | লাঞ্চের উপভোগ করার কথা জানিয়েছেন অনুষ্কা ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী