
বিশ্ব স্টেট চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেলেও এখনও লন্ডনে তারকা দম্পতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি | সম্প্রতি তাদের এক কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় | সেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের শর্ট পড়ে রয়েছে কোহলি | চোখে চশমা রয়েছে |
অন্যদিকে সাদা রংয়ের শার্ট পড়ে আছে অনুষ্কা । তবে তাদের সঙ্গে নেই তাদের কন্যা ভামিকা | অনেকে মজা করে সেখানে লিখেছেন লন্ডনে লাঞ্চ ডেটে গিয়েছেন তারকা দম্পতি | তবে লাঞ্চের মেনু নিয়ে কৌতুহল প্রকাশ করেছে অনুরাগীরা । একটি ছবিতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর মেনু কার্ড বিরাটের সঙ্গে মিষ্টি একটি ছবি | লাঞ্চের উপভোগ করার কথা জানিয়েছেন অনুষ্কা ।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির