December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনে দুস্থদের পাশে মেছেদা ও খড়গপুর ডিস্ট সাউথ ইস্টিন রেলওয়ে ও সমাজসেবকরা

নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লক ডাউন। কিন্তু তাতে কর্মহীন হয়ে আর্থিক দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন সমাজের দিন আনা দিন খাওয়া মানুষরা। তাই সেই সব দুঃস্থ মানুষদের সাহায্যে কোলাঘাট ব্লক বিডিও মদন মন্ডল এর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হল কোলাঘাট ব্লকের সাপুয়া হৃদয় সংঘের পক্ষ থেকে।

পাশাপাশি লক ডাউনের জন্য ৪০০ জন দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এই দিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল, মেন্টর অসিত ব্যানার্জি, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, ও সমাজ সেবী হাবিবুল রহমান।

অন্য দিকে মেচেদার সমাজ সেবী সংস্থা বিবেকানন্দ গ্রুপ ভারত স্কাউটস এবং মেছেদা ও খড়গপুর ডিস্ট সাউথ ইস্টিন রেলওয়ে সংগঠনের পক্ষ থেকে এলাকার দুঃস্থ ও পিছিয়ে পড়া শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী।