শালবনীঃ পশ্চিম মেদিনীপুর জেলায় জঙ্গলমহলের শালবনীর ১০ নং কর্নগড় গ্রাম পঞ্চায়েতের চৈতা জুনিয়র বিদ্যালয় প্রাঙ্গনে আজ লকডাউন পাঠশালার আয়োজন করে সদর উত্তর চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি। আজকের কর্মসূচীর সূচনা করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সাথে চৈতা গ্রামের নির্বাচিত পঞ্চায়েত সঞ্জয় সিং বৃক্ষরোপণের মাধ্যামে। অনুষ্ঠানের শুরুতে সমিতির সভাপতি তন্ময় সিংহ বলেন আগামী ২১ শে জুলাই শহীদ দিবসে কিভাবে জননেত্রীর বক্তব্য আরও বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা করার জন্য শিক্ষক শিক্ষিকাদের আবেদন করা হবে ও আরও শিক্ষক শিক্ষিকাদের যাতে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর আবেদনে সাড়া দিয়ে, পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের মস্তিষ্কপ্রসূত এই লকডাউন পাঠশালা কার্যক্রমে আনা যায়,তার আবেদন জানানো হয়েছে। আজকের এই লকডাউন পাঠশালার মাধ্যামে চৈতা প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক নীতীশ কোলে কে সম্বর্ধনা ও উপস্থিত ছাত্র ছাত্রীদের পাঠদান করা হয়। লকডাউনের সময় অবসর নেওয়া ডানপন্থী শিক্ষক আন্দোলনের জেলার প্রবীণ মুখ ও বর্তমান চক্র সাধারণ সম্পাদক নীতীশ বাবু সকলকে মমতা ব্যানার্জীর নেতৃত্বে যেভাবে সরকার এই মহামারী মোকাবিলায় কাজ করছে,তার পাশে থাকার অনুরোধ জানান। চক্রের তরফে বিশ্বজীত সিনহা, চন্দন মাসান্ত ও সুব্রত দাস শিক্ষক হিসাবে নীতীশ কোলের কর্মজীবন তুলে ধরার পাশাপাশি বাচ্চাদের লকডাউনের সময় স্বাস্থ্য বিধি অনুসরণ করতে আবেদন করেন। আজকে লকডাউন পাঠশালায় পাঠদান করেন চক্রের শিক্ষক অমর চৌধুরী, অভিজিত ঘোষ, তারা সরকার থেকে দেওয়া অ্যাকটিভিটি টাস্কের প্র্যাকটিসের উপর জোর দেন। উপস্থিত ছাত্র ছাত্রী দের হাতে মাস্ক তুলে দেন সংগঠনের তরফে সঞ্জয় নামহাতা ও মিষ্টিমুখ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় সিং মহাশয়।