December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ঘটনায় চাঞ্চল্য বীরভূমে

করোনা মোকাবেলায় দিন-রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছে পুলিশ প্রশাসন। অথচ বারবার তারাই বিভিন্ন রকম হেনস্থা ও আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। এবার বীরভূমে লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। শুধু তাই নয় তাদের উপর চলে ইট বৃষ্টি। যার জেরে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। জানা গিয়েছে, এই ঘটনার জেরে আটক করা হয়েছে 3 জনকে। সূত্রের খবর শনিবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আছে সিউড়িতে অনেকেই লকডাউন উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করছেন। খবর পেয়ে পুলিশ বাইক নিয়ে এলাকায় টহল দিতে শুরু করে। শুধুতাই নয় কয়েকজনকে রাস্তা থেকে পুলিশ তাড়া দেয়। এরপরই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। যার ফলে মাথা ফেটে যায় পুলিশকর্মীর। শুধু তাই নয় পুলিশের একটি গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এলাকায় থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর|