মেহনতী মানুষদের বিশ্বজুড়ে শ্রদ্ধা জানানোর দিন “মে দিবস”। সেই দিনটিকেই অখিল ভারত ক্ষত্রিয় সমাজের পশ্চিম মেদিনীপুর শাখা বেছে নিয়েছিল করোনা আতঙ্কে লকডাউনের মাঝে আর্ত মানুষদের সেবায়। আজ শালবনীর সারসবেদিয়া গ্রামে পিছিয়ে পড়া প্রায় ৪০০ জন আদিবাসী ও মেহনতী মানুষদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করেছিল অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভাউদি বন্ধুগোষ্ঠী তফসিল ক্লাবের সক্রিয় সহযোগিতায় আজকে সবার জন্য ভাত,ডাল,তরকারি ও ডিমের আয়োজন করা হয়, স্থানীয় সৃজনী সংঘ খাওয়ার বিতরণ করে।
এই কর্মসূচিতে অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের মেদিনীপুর শাখার পক্ষ থেকে সন্দীপ সিংহ ও তন্ময় সিংহ জানান তারা ক্ষত্রিয় সমাজের সেবার ধর্ম থেকে আজ প্রথম পর্যায়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্ধুগোষ্টী ক্লাবের সম্পাদক বাপ্পা বিষয়ী সকলকে ধন্যবাদ জানান ও ক্লাবটি আজ সাতদিন মানুষের সেবায় নিয়োজিত বলে জানান। শাখার তরফে সন্দীপ সিংহ ও তন্ময় সিংহ আরও জানান তারা আরও কয়েকদিন বিভিন্ন প্রয়োজনীয় এলাকায় এই কর্মসূচি চালাবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, ক্ষত্রিয় সমাজের তরফে আশীষ সিংহ, শিক্ষক অমিত মারিক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।