করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আগামী ১৪ তারিখ পর্যন্ত বাড়ির বাইরে বেরনো নিষেধ। বন্ধ যানবাহন ও দোকানপাট। কিন্তু লকডাউনের নিয়ম উপেক্ষা করে রাস্তায় বেরনোর ফলে খাস কলকাতার বুকে দিনেদুপুরে প্রকাশ্যে প্রতিবেশিদের হাতে গুলি খেল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, লেকভিউ রোডে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম পিন্টু দাস। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে পিন্টু ও এক প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। সেইসময় আচমকাই ওই প্রতিবেশী পকেট থেকে পিস্তল বার করে পিন্টুকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পিন্টু। স্থানীয়দের নজরে বিষয়টি আসা মাত্রই আহত ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাস্পাতালে ভর্তি করে। অন্যদিকে পুলিশে খবর গেলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আহত ওই যুবকের পায়ে গুলি লাগে এবং সে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধিন বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।