দেশের শীর্ষ ৫০ জন ঋন খেলাপিদের ৬৮ হাজার কোটি টাকা ঋন মুকুব করেছে আর বি আই। অথচ লকডাউনেও কৃষিঋণের কিস্তি ১০ হাজার টাকা কেটে নেওয়ায় চরম বিপাকে পড়েছে এক চাষি।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের রামপুর এলাকার বাসিন্দা নাম মালেক মসদর। মালেক বাবু জানান, এস বি আই ব্যাঙ্কের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শাখা থেকে বরাবরই কৃষিঋণ নিয়ে জমি চাষ করে থাকে। বহুদিন থেকে কৃষিঋণ নিয়ে জমিচাষ করে আসছেন ঠিক সময় মতো পরিশোধও করেছে।
২০১৭ সালের জুন মাসে ৩৫ হাজার টাকা কৃষিঋণ নিয়ে জমি চাষ করলে আগষ্টের বন্যায় ও ২০১৮ সালের ফনি ঘূর্ণিঝড়ে পরপর দুই বছর তা সব ফসল নষ্ট হয়ে যায়। ২০১৯ সালে মালদা জেলার কিছু অংশ জুড়ে বন্যা হয় এবং সেই বছর সামান্য পরিমাণ ফসল হলেও তা ধারদেনা শোধ করতে সব শেষ হয়ে যায়। এবছর একনো ফসল বাড়িতে উঠে আসেনি। ফসল বাড়িতে উঠলে আসলেই বিক্রি করে ব্যাঙ্কের কৃষিঋণ পরিশোধ করার কথা থাকলেও তা করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরেছে।লকডাউনকে সমর্থন করে গৃহবন্দী হয়ে রয়েছে। ঘরে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।