করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই ‘লকডাউন’কে যাতে সবাই গুরুত্বপূর্ণ ভাবে মেনে চলে তার জন্য জায়গায় জায়গায় চলছে পুলিশি টহল। আর এবার সেই সেই কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হলেন পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর বিধাননগর থানা এলাকায় সল্টলেকের পিএনবি মোড়ের কাছে। সূত্রের খবর, বুধবার লকডাউন না মেনেই রাস্তায় বের হয়েছিলেন এক দম্পতি। সঙ্গে ছিলেন গাড়ি চালক।
গাড়িটি পিকনিক গার্ডেন থেকে আসার সময় সল্টলেকের রাস্তায় গাড়ি আটকায় পুলিশ কর্মীরা। “কেন বেড়িয়েছেন, কোথায় যাচ্ছেন”, গাড়ির চালককে জিজ্ঞেস করছিলেন তারা। সেই সময় গাড়ির ভিতর থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ওই মহিলা। পরে গাড়ি থেকে নেমে পুলিশের দিকে তেড়ে যান তিনি। পুলিশ কর্মীরা তাঁকে দূরে থাকার কথা বললেও শোনেননি। বরং ছুটে এসে এক পুলিশ কর্মীর উর্দি চেটে দেন। সাদা উর্দিতে পানের পিক লেগে যায়। গোটা ঘটনায় হতবাক হয়ে যায় উপস্থিত কর্মীরা। এরপর ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর।
যদিও ওই মহিলার দাবি, তিনি যা করেছেন বেশ করেছেন। পুলিশ অকারণে তাঁদের হেনস্থা করছিল।যদিও পুলিশ-প্রশাসন তাঁদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই মহামারিকে আটকাতে কোন মানুষ যাতে বিনা দরকারে তাদের নিজেদের মজার উদ্দ্যেশে বাড়ি থেকে বের না হন।