
র্যাগিং নিয়ে ইউজিসি তোপের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় | প্রায় এক মাস পার হয়ে গিয়েছে এই ঘটনার | এরমধ্যে সামনে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য | পাশাপাশি, ইউনিভার্সিটি সত্বরে সিসিটিভি বসানো হবে বলে জানা গিয়েছে |
এরই মধ্যে এ টু ব্লকের সব পড়ুয়াকে হোস্টেল থেকে বের করে দিতে হবে | সঙ্গে সেদিন হোস্টেলে যারা প্রাক্তন পড়ুয়া ছিলেন তার বিরুদ্ধে এফআইআর এর সুপারিশ করা হয়েছে | যাদবপুর কাণ্ডে উপাচার্যের কাছে রিপোর্ট জমা দিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি | তবে এ বিষয়ে তদন্ত কমিশনের মত, “করা শাস্তি দেওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | উপযুক্ত শাস্তি হলে র্যাগিংএর পুনরাবৃত্তি হতো না |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়