আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ হৃতিক রোশন। কাজের ফাঁকে যখনই সময় পান, পরিবারের সঙ্গেই সময় কাটান। এমনকী, প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও তাঁর খুব ভালো সম্পর্ক। তবে এবারে পরিবারের সিক্রেট নেটফ্লিক্সের দর্শকদের সামনে ফাঁস করতে চলেছেন বলিউডের ‘গ্রিক গড’। সেখানেই আসছে ‘দ্য রোশনস’ তথ্যচিত্র।
খান, কাপুরদের পাশাপাশি বলিউডে রোশন পরিবারের অবদানও কম নয়। রাকেশ রোশন একসময় চুটিয়ে অভিনয় করেছেন। তার পর প্রযোজনা-পরিচালনা। রাজেশ রোশন সুরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর পর যখন হৃতিক রোশন ‘কহো না প্যায়ার রোশান পরিবারের গল্প নিয়ে আসছে হ্যায়’ বলেন, সারা ভারতবর্ষের মন হয় করে নেন। গ্ল্যামার দুনিয়ার নেপথ্যের নানা গল্প ‘দ্য রোশনস’ তথ্যচিত্র প্রকাশ্যে আসবে বলে খবর।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়