রেস্তরায় বসে পাশে থাকা শৌচালয়ে সিসিটিভির মাধ্যমে নজরদারির অভিযোগে চাঞ্চল্য ছড়াল সল্টলেকের নয়াপট্টি এলাকার। রেস্তরাঁর মালিক পলাতক। সূত্রের খবর, আজ দুপুরে এক মহিলা স্নান করতে গেলে শৌচালয়ে লাগানো ক্যামেরা নজরে আসে তাঁর। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে যায়। সেইসময় রেস্তরাঁয় থাকা কর্মীরা পালাতে শুরু করে। তবে ৪ জন ধরা পড়েছে বলে খবর। অভিযোগ, মহিলারা যখন স্নান করতে আসতেন, সেইসময়ই বিশেষ করে নজরদারি চালানো হত।ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ এসে ক্যামেরা ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে।