February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রেশন দোকানের সানসেট ভেঙে আহতদের ক্ষতিপূরণের দাবিতে বুনিয়াদপুরে বিক্ষোভ

রেশন দোকানের কংক্রিটের সানসেট ভেঙে আহতদের ক্ষতিপূরণের দাবিতে বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
উল্লেখ্য গত 8 ই সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শায়েস্তাবাদে একটি রেশন দোকানে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের ওপর সানসেট ভেঙে পড়ে আকস্মিকভাবে। ঘটনায় গুরুতর আহত হন 5 থেকে 6 জন গ্রাহক। এরপরই এলাকার মানুষজন রেশন মালিকের কাছে আহতদের ক্ষতিপূরণের দাবি জানান। যদিও নিছকই দুর্ঘটনা, তাই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন রেশন মালিক।
সোমবার অবিলম্বে প্রশাসন ও রেশন মালিকের কাছ থেকে আহতদের ক্ষতিপূরণের দাবিতে বুনিয়াদপুরে 512 নম্বর জাতীয় সড়কে আম্বই, করখা, গৌরীপাড়া জনসাধারণ ন্যায় মঞ্চের পক্ষ থেকে কয়েকশো আদিবাসী মানুষজন বিক্ষোভে সামিল হোন। ঘটনায় দীর্ঘক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে বংশীহারী থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।