July 7, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাহুলের সঙ্গে একই রুটে পদযাত্রা মুখ্যমন্ত্রীর

জেলা সফরে গিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। ঠিক একদিন আগে এই রুট দিয়েই গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুলের সঙ্গে কার্যত একই রুটে পদযাত্রা করলেও এদিন কংগ্রেস বা রাহুল নিয়ে সরাসরি কিছু বলেননি মমতা।

কার্যত এদিন কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আরও একবার অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেত্রীর সাফ বক্তব্য, “বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিততে পারে একমাত্র তৃণমূল।” পাশাপাশি, নেত্রী এদিন বলেন, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিতবে একমাত্র তৃণমূল।