করোনা ভাইরাসের দাপটে গোটা দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন | তার জেরে বন্ধ সব রকমের কাজ, তবে তার জন্য বেশ কিছুটা সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ | সকালবেলা রাস্তার জলের ট্যাপ খুললেই বেরোচ্ছে কালো জল। পানীয় জল হিসেবে ব্যবহার করার প্রশ্নই ওঠে না! এতটাই নোংরা জল যে ব্যবহার করা যাচ্ছে না বাড়ির অন্য কোন কাজেও। লকডাউনে গৃহবন্দী পুরবাসীদের কাছে এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির ঘটনা।
কলকাতা পুরসভার নিকাশির কাজ চলছিল পূর্ব পুটিয়ারি তে। এডেড এরিয়া হয় দীর্ঘদিনের নিকাশী সমস্যা এই অঞ্চলে। সেই সমস্যা মেটানোর জন্যই গভীর নিকাশি নালা ও ড্রেনেজ পামপিং স্টেশনে বড় প্রজেক্ট রয়েছে এই এলাকায়। সেই কাজ চলতে চলতেই আচমকা লকডাউন। তড়িঘড়ি কাজ বন্ধ করে বাড়ি ফিরে গেছেন শ্রমিকরা কিন্তু আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা।