
রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতকে সতর্ক করছে আমেরিকা | তবে ভারত বার্তা দিয়েছে, জ্বালানি কেনা নিয়ে এই ধরনের রাজনীতি পছন্দ করছে না তারা |
সম্প্রতি আমেরিকার বলা হয়েছিল তেল আমদানির জন্য হয়তো ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না | কিন্তু এরপরই ইতিহাসের ভুল দিকেই থাকবে নয়াদিল্লি | সরাসরি না বলে এভাবে ভারতকে বিঁধেছে আমেরিকা |
এই পরিস্থিতে জানা গিয়েছে, দেশের সবথেকে বড় তিন সমস্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রাশিয়ার একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে | এই চুক্তি অনুযায়ী তাদের থেকে 30 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করবে ভারত সংস্থা, এমনটাই সূত্রের খবর |
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স