July 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাম রূপে রণবীর কাপুরকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক

নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবি মুক্তি পাওয়ার আগেই দর্শকমহলে এক আলাদা উন্মাদনা তৈরি হয়ছে। রাম রূপে রণবীর কাপুরকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। কিন্তু জানেন কি রণবীরের অনেক আগে রামের চরিত্রে অভিনয় করার কথা হিল সলমন খানের?

১৯৯০ সালের আশেপাশের ঘটনা। ভাই সোহেল খানের পরিচালনায় সেই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সলমন খানের। অন্যদিকে সীতার চরিত্রে অভিনয় করার কথা ছিল সোনালি বেন্দ্রের। শুধু তাই নয় এই ছবিতে অভিনয় করার কথা ছিল পূজা ভাটেরও। উল্লেখ্য, এই ছবির শুটিংয়ের হাত ধরেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পূজা ও সোহেল। পরে বাবা সেলিম খানের অপছন্দে সেই সম্পর্কে ইতি টানেন সোহেল। আর এর জেরেই নাকি ব্যহত হয়েছিল এই ‘রামায়ণ’ ছবির কাজ। রামের বেশে সলমনকে দেখার এক অপেক্ষা দর্শকের মধ্যে জাগলেও তা অপেক্ষাই রয়ে গিয়েছে।