
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন কলকাতায় সংহতি মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | দুপুর ৩টে নাগাদ হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল হবে। নেতৃত্বে থাকবেন মমতা নিজে। সেই মিছিলের রুট ঠিক হয়ে গেল। সূত্রের খবর, ওইদিন মন্দির-গুরুদ্বার-গির্জা-মসজিদে প্রার্থনা জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো।
জানা গিয়েছে, ওই দিন প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর হাজরা পার্কে জমায়েত এবং যাত্রা শুরু। সেখান থেকে স্কুটারে চড়়ে বালিগঞ্জের গড়চা রোডের কাছে গুরুদ্বারে পুজো দিতে যাবেন নেত্রী নিজে। গুরুদ্বার থেকে বেরিয়ে মিছিল সোজা যাবে পার্কসার্কাসে। লেডি ব্র্যাবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা সারবেন মমতা। এর পর পার্কসার্কাস মোড়ে মসজিদে যাবেন। সেখানেই শেষ হবে মিছিল।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়