রাম মন্দির উদ্বোধনের কার্ড পেলেন বিরাট কোহলি | ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে উদ্বোধন। সেদিন ‘রামলালা’র ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আমন্ত্রণ জানানো হলো শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিকে |
পাশাপাশি, দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় উঠে গেল টিম ইন্ডিয়ার মহাতারকা ও বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার নাম। তারকা দম্পতিকে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। সেই ছবি এই সোশাল মিডিয়াতে ভাইরাল। গত ১৩ জানুয়ারি শচীনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান ধোনি। শচীন থেকে অমিতাভ বচ্চন , মুকেশ আম্বানি থেকে কঙ্গনা রানাউত, রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যায় যে চাঁদের হাট বসতে চলেছে, তা বলাই বাহুল্য।

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়