
রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও ছিলেন অমিতাভ বচ্চন। তারকাদের ভীড়ের একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা যায়। জানা যায়, রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় জমি কিনেছেন |
প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন, “আধ্যাত্মিক চেতনায় ভরা একটি দিন। অযোধ্যাযর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরলাম। আধ্যাত্মিকতার মহিমা উদযাপন এবং বিশ্বাস, শ্রীরামের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠায় বিভোর। এর বেশি বর্ণনা করা সম্ভব নয়। কারণ মনের বিশ্বাস, চেতনাকে এভাবে ভাষায় বর্ণনা করা যায় না।”
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’