ভালো করে রামলালার দর্শনই করতে পারলেন না ছোটপর্দার ‘রামচন্দ্র’ অরুণ গোভিল | রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান নিজের চোখে দেখলেন, কিন্তু ভালো করে দর্শন করতে পারলেন না এমনটাই দাবি করেছেন তিনি |
টেলিপর্দায় একাধিকবার একাধিক তারকাকে রামের চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও রামানন্দ সাগরের রাম অরুণ গোভিলকে আজ অবধি কেউ টেক্কা দিতে পারেনি। রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের আগেই অযোধ্যা পৌঁছেছিলেন অরুণ গোভিল। সঙ্গে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালে সীতার ভূমিকায় অভিনয় করা দীপিকা চিখালিয়া ও লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লহরীও ছিলেন। তিনজনকে একসঙ্গে অযোধ্যার রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছিল।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি