অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে শতাধিক স্টেশনকে আলোয় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেল | রামনামের ছোঁয়া রয়েছে এমন ৫৫টি স্টেশন রয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্য দিকে, তামিলনাড়ুর (৫৪টি স্টেশনের নাম রয়েছে এই তালিকায়। তৃতীয় স্থানে রয়েছে বিহার। অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরম স্টেশন, কর্নাটকের রামগিরি, তেলেঙ্গানার রামগুন্ডম, রামকিষ্টপুরমের মতো রামনামের ছোঁয়া রয়েছে এমন স্টেশনগুলিকে এ ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশেরও বহু স্টেশন রয়েছে যেগুলির মধ্যে রামনামের ছোঁয়া রয়েছে।
৩৪৩টি স্টেশনকে আলোয় সাজানো হবে। পাশাপাশি, অযোধ্যার রামমন্দির দর্শনে পুণ্যার্থীদের জন্য ‘আস্থা স্পেশাল’ ট্রেনও চালু করা হবে। দেশ জুড়ে এমন ২০০টি ট্রেন চালু করা হবে। তবে কবে থেকে এইসব ট্রেন চালু করা হবে সেই দিনক্ষণ জানায়নি রেল।

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব