রামপুরহাট ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | আজ রামপুরহাট পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন সকাল এগারোটা নাগাদ আতঙ্কে গ্রাম ছেড়েছিলেন নিহত উপপ্রধান ভাদু শেখর এর পরিবার | কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরলেন তার পরিবার | ভাদুর স্ত্রী-সন্তানসহ একাধিক সদস্যরা গ্রামে ফিরেছেন | মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি জানান তারা |
আদালতের নির্দেশ মেনে গ্রামে বসেছে সিসিটিভি | মুখ্যমন্ত্রী আসার আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় চাদরে মুরেছে বগটুই |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী