তেলেগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরে খ্যাতি পেয়েছেন রামচরণ | তবে এবার বিয়ের এগারো বছর পর সন্তানের মুখ দেখলেন রামচরণ । সন্তানের মুখ সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা । উপহার এসেছে বহু জায়গা থেকে । তবে তারই মধ্যে এবার মেয়ের জন্য আজ তো একখানা সোনার দোলনা পাঠিয়েছেন মুকেশ আম্বানি |
প্রসঙ্গত আরআরআর সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা রামচরণ কে | এরপরই সারা বিশ্বে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে | সেই রামচরনের মেয়েকে এবার কোটি টাকা মূল্যের সোনার দোলনা উপহার দিলেন মুকেশ আম্বানি । গত 20 জুন ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন রামচরণ |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়