December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রান্নাঘরে বিধ্বংসী অগ্নিকান্ডে ভষ্মীভূত দুটি ঘর

মালদাঃ-রান্নাঘরের উনুনের আগুন থেকে বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হলো দুটি শোবার ঘর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদহের চাঁচল ২ নং ব্লকের খেম্পুর গ্রামে।জানা গিয়েছে,ওই গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডটি ঘটে।বৃহস্পতিবার সন্ধ্যায় রান্না শেষ করার পর উনুনে আগুন থেকে যায় বলে খবর।সেই আগুনের আঁচ ছড়িয়ে পড়ে রান্নাঘরে, সেখান থেকেই আগুন লাগে বলে অনুমান করছেন পরিবারের সদস্যরা।সোবার ঘরে আগুন লাগতে দেখে আসাদুজ্জামানের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।স্থানীয়রা তড়িঘড়ি করে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।ঘণ্টাখানেকের মধ্যে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র ও নগদ ৫০ হাজার টাকা।
সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

শুক্রবার খবর শুনতেই ওই পরিবারের সাথে দেখা করলেন মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী।তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে জামা কাপড়,ত্রিপল ও কিছু অর্থ তুলে দেন।
সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন।