
রাজ্যজুড়ে উৎসবের আমেজ | তৃতীয়া থেকে প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় | আজ বৃহস্পতিবার মহাপঞ্চমী | রাত পোহালেই দেবীর বোধন |
এদিন সাতগাছিয়া জনসংযোগ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা রাজ্য সরকারে আসার পর পূজো অন্য মাত্রা পেয়েছে | এখন পুজো শুরু হয়ে যাচ্ছে মহালয় থেকে” |
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে পুজোর উপহার তুলে দিলেন তিনি | জনসংযোগ কর্মসূচিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আপনাদের আশীর্বাদ চাই, যাতে দিল্লির বুকে লড়াই দ্বিগুণ করতে পারি। এত চেষ্টা করেও মোদি সরকার আমার মেরুদণ্ড বাকাতে পারিনি । ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না | দল তত শক্তিশালী হবে” | প্রসঙ্গত পুজোর আগে বকেয়া আদায়ের লক্ষ্যে বঞ্চিত নিয়ে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক সঙ্গে শাসক দলের সংসদ বিধায়করাও |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়