দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী গাঙ্গুলী | পরিবারে এলো নতুন সদস্য । ছোট্ট ইউভানের পর এবার এলো এক সুন্দর ফুটফুটে কন্যা সন্তান | তাতে খুশির জোয়ার চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে |
গত জুন মাসে আচমকায়ে সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় | জানিয়েছিলেন, “বড় দাদা হতে চলেছেন ইউভান” | সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে লিখেছিলেন, “বড় দাদা হিসেবে ইউভানের প্রোমোশন হয়ে গেল” | এবার বছর শেষে পরিবারে এলো খুশির খবর | সুত্রের খবর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন |
আজ মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলের রাজ লিখলেন,” আমাদের সংসারে এক মুঠো আনন্দ এল | আমরা খুব খুশি | আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন” ।

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়