December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ-পরীর সম্পর্ক নিয়ে ফের জল্পনা

২০২১ সালের অক্টোবর মাসে পরিমনির সঙ্গে বিয়ে হয় শরিফুল রাজের | এরপর মাসখানেক ঘুরতে না ঘুরতেই সংসারে আসে বিভিন্ন রকমের অশান্তি । সেই অশান্তি চলতে চলতে সম্পর্ক আজ ভাঙ্গনের মুখে ।

প্রসঙ্গত এর আগে অনেকবার রাজ ও পরীমনির সম্পর্ক ভাঙার জল্পনা উঠেছিল | কিন্তু সে সেই জল্পনা কাটিয়ে আবারো মিল হতে দেখা দিয়েছে তাদের | কিন্তু এবার স্বামী শরিফুল রাজের সঙ্গে নাকি শারীরিক কিংবা মানসিক কোন সম্পর্ক নেই, একথা নিজের মুখে জানিয়েছেন তিনি |

ঝামেলার সূত্রপাত গত ২৯ মে | শরিফুলের ফোন থেকে তানজিন তিশা, নাজিফাএছাড়া আরো অনেক জনের সাথে ব্যক্তিগত ছবি ভিডিও ফাঁস হয় | এই ঘটনার পর রাজের সাফাই তিনি এসবের কিছুই জানেন না | তবে এইসব অভিনেত্রীদের দাবি, এই ছবি ভিডিও নাকি পরীমনির কারসাজি | তবে এবার সেই প্রেক্ষিতে মুখ খুললেন পরিমনি |