আজ সকাল থেকে আকাশের মুখ ভার | কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি | রাজ্যের বেশকিছু জেলা ভিজেছে ভোরের বৃষ্টিতে | বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর উঁচু এলাকায় পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে | শনিবার কলকাতায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর | আজকের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 বেশি | সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রী সেলসিয়াস | উপকূলবর্তী জেলা এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | মাঘের শুরুতেই অকাল বর্ষণের সাক্ষী শহরবাসী |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী