শনিবার রাতে রাজারহাট থেকে উদ্ধার হল ৫টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। সূএের খবর, প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় নাশকতার ছক কষে ছিল অভিযুক্তরা। পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল, রাজারহাটে বেশ কিছু অস্ত্র ঢুকবে। আগাম সেই সন্দেহে ধৃতদের খোঁজ করতে থাকে পুলিশ। এরপরই শনিবার রাতে সূত্র মারফত খবর পায়, রাজারহাট থানা এলাকার পোদ্রা ব্রিজের কাছে সন্দেহভাজন দুজন দাঁড়িয়ে আছে। সেই খবর পেয়ে পুলিস গিয়ে দুজনকে ধরে ফেলে। ধৃতদের নাম আমির আহমেদ খান এবং মহম্মদ আক্রম শেখ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি নতুন আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। তবে কি কারণে এগুলো এনেছিল ও কোথা থেকে এনেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।