
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ন’টায় রাজস্থানে ভেঙে পড়ে বায়ু সেনার বিমান মিগ২১ | রাজস্থানে বিমানটি ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় | এরপর ঘটনার স্থলে মৃত্যু হয় দুজন পাইলটের |
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ | কিভাবে এই ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি | এই ঘটনার শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং | বৃহস্পতিবার রাত নটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে | এবং এর ধ্বংসাবশেষ আধ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে | এখনো পর্যন্ত সেখানে উপস্থিত রয়েছেন উদ্ধারকারী দল |
More Stories
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্
মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট