গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ন’টায় রাজস্থানে ভেঙে পড়ে বায়ু সেনার বিমান মিগ২১ | রাজস্থানে বিমানটি ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় | এরপর ঘটনার স্থলে মৃত্যু হয় দুজন পাইলটের |
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ | কিভাবে এই ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি | এই ঘটনার শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং | বৃহস্পতিবার রাত নটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে | এবং এর ধ্বংসাবশেষ আধ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে | এখনো পর্যন্ত সেখানে উপস্থিত রয়েছেন উদ্ধারকারী দল |

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি