পদবী বোস হলেও নতুন রাজ্যপাল কিন্তু বাঙালি নন | রাজভবনে হাতে খড়ি হলো রাজ্যপালের | তিনি লিখলেন “অ আ” | রাজ্যপালের হাতে বর্ণপরিচয় তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গত জগদীপ ধনকর ইস্তফা দেবার পর এ রাজ্যে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন মণিপুরের রাজ্যপাল না গনেশান | গত বছর নভেম্বরে বাংলার রাজ্যপাল পদে শপথ গ্রহণ করেন সিভি আনন্দ বোস | তবে রাজ্যপাল হওয়ার পর ‘বাংলা’ শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি একাধিকবার । এদিন রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অংশ নেন রাজ্যপাল | পাশাপাশি এদিন বিকেলে রাজভবনে চাচক্রে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী