রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডানকুনি। আহত এক পুলিশকর্মী। সূত্রের খবর, ২৬ জানুয়ারি সকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বেশ কিছু বিজেপি কর্মী ওই এলাকায় পতাকা তুলতে গেলে স্থানীয়দের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় এলাকার তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বেধড়ক মারধর করা হয় তাঁদের। গুরুতর আহত হন ৪ তৃণমূল কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেই মুহূর্তে সাময়িক ভাবে সমস্যা মিটলেও রাতে ফের অশান্তি শুরু হয়। আবার ওই এলাকায় জড়ো হয় বেশ কিছু বিজেপির কর্মী-সমর্থক। এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে অভিযুক্তরা। বোমাবাজিও করে তারা। ইটের আঘাতে আহত হন ভুদেব পর্বত নামে এক পুলিশ কর্মী। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া ও লিলুয়া থানার পুলিশ। টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করা হয়। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।