বুধবার অর্থাৎ রাখি বন্ধন উৎসবে অমিতাভ বচ্চনের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান এই বিশেষ দিনে তিনি অমিতাভ বচ্চনকে রাখি পরিয়েছেন | মুখ্যমন্ত্রী আসার পরই তাকে অভ্যর্থনা জানায় বচ্চন পরিবারের সকলে |
পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী জানান, যে দুর্গাপুজোয় বচ্চন পরিবারকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিশেষদিনে আমি অমিতাভ বচ্চনকে রাখি পরালাম। মহারাষ্ট্র সহ গোটা ভারতের ভাই-বোনেদের রাখির শুভেচ্ছা জানালাম । আমি বোনদেরও রাখি বাঁধি। এটা আমাদের পরম্পরা। এখানে কোনও লিঙ্গভেদ নেই’।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী