বুধবার অর্থাৎ রাখি বন্ধন উৎসবে অমিতাভ বচ্চনের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান এই বিশেষ দিনে তিনি অমিতাভ বচ্চনকে রাখি পরিয়েছেন | মুখ্যমন্ত্রী আসার পরই তাকে অভ্যর্থনা জানায় বচ্চন পরিবারের সকলে |
পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী জানান, যে দুর্গাপুজোয় বচ্চন পরিবারকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিশেষদিনে আমি অমিতাভ বচ্চনকে রাখি পরালাম। মহারাষ্ট্র সহ গোটা ভারতের ভাই-বোনেদের রাখির শুভেচ্ছা জানালাম । আমি বোনদেরও রাখি বাঁধি। এটা আমাদের পরম্পরা। এখানে কোনও লিঙ্গভেদ নেই’।
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান