করোনা ভাইরাস নিয়ে হুলুস্থুল গোটা দেশ৷ করোনা ভাইরাসের জেরে গৃহবন্দি গোটা দেশবাসী৷ এই পরিস্থিতিতেই শনিবার ভোরে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর এলাকায়৷ জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি হিন্দুস্থান পেট্রোলিয়াম এর পদস্থ কর্মী৷ কর্মসূত্রে তিনি হরিদেবপুরে থাকেন, সেখানে প্রায় 10 বছর ধরে একটি ফ্ল্যাটে থাকেন তিনি৷ করোনা ভাইরাসের জেরে লকডাউন থাকায় এই কয়েকটা দিন বাড়িতেই ছিলেন তিনি। আশিষ বাবু তার স্ত্রীকে নিয়ে হরিদেবপুর এলাকার পাঁচ তলার ফ্ল্যাটে থাকতেন৷ এরপর শনিবার ভোর চারটে নাগাদ হঠাৎই সেখান থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ এরপর প্রতিবেশীরা সকলে মিলে ফ্লাটে এসে তালা ভেঙে ঘরে ঢোকেন। তারা দেখেন ঘরের ভিতর আগুন জ্বলছে৷ আগুনে পুড়ে গিয়েছেন আশিষ বাবু৷এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ৷ সেখান থেকে আশিষ বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা গিয়েছে রাতে খাবার পর সিগারেট খাওয়ার অভ্যাস ছিল আশিষ বাবুর৷এরপর পুলিশের প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে তার স্ত্রী পাশের ঘরে থাকায় কোনোক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন আশিষ বাবু স্ত্রী৷ তবে আগুন লাগার কারণ। জানতে তদন্ত শুরু করেছে পুলিশ