তিন দশক পর সিনেমা হল খুলল কাশ্মীরে | তাতেই রমরোমিয়ে চলছে “পাঠান” | দিনে প্রায় ১২ থেকে ১৪ টি শো হাউসফুল | এমন ঘটনা ৩২ বছর পর কাশ্মীরে ঘটলো বলে জানা গিয়েছে |
পাশাপাশি গোটা দেশজুড়ে ঝড় তুলেছে শাহরুখ অভিনীত “পাঠান” । কলকাতা থেকে কর্ণাটক পর্যন্ত সমস্ত হলে একই রকম ঝড় “পাঠান” সিনেমা ঘিরে |
প্রসঙ্গত পাক্কা চার বছর পর সিনে পর্দায় আগমন শাহরুখের | কিন্তু চার বছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙ্গলেন সব রেকর্ড | বাক্স অফিসে পাঠান রাজত্ব | তবে এই ছবির মুক্তির আগে নানা বিতর্ক হলেও ছবি মুক্তি পাওয়ার পর তা অনুরাগীদের মন কেড়ে নিয়েছে তা বলাই বাহুল্য |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী