সরস্বতী পুজোর দিনে রবীন্দ্র সরোবরে বেড়াতে যাওয়া দুই কলেজ ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠল ছয়জন যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে রবীন্দ্র সরোবর থানায়। রবীন্দ্র সরোবরে এমনিতেই মানুষ জনের আনাগোনা হতে দেখা যায়।সেটা বৃদ্ধদের প্রাত ভ্রমণ হোক কিনবা বেড়াতে আসা নানান বয়সি মানুষের।
ঠিক সেই রকমই বুধবার সরস্বতী পুজোর দিনে রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়েছিলেন দুই কলেজ ছাত্রী তাদের এক পুরুষ বন্ধু সাথে। অভিযোগ, প্রথমে ওই দুই পড়ুয়াদের সেখানে উপস্থিত একদল অঞ্জাতপরিচিত ছয় জন যুবক তাদের লক্ষ্য করে কটূক্তি করে। যার প্রতিবাদ করায় মারধোর করা হয় তাদের বন্ধুকে। এরপর তাদের শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার পরই তারা রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে। যদিও অভিযুক্তদের খোঁজ পাওয়া না গেলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছয় রোমিওকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।